চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার
পরিকল্পনা বিভাগ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।
জনাব শামীম আহমদ উজ্জ্বল ২৮ শে জানুয়ারি,২০২১ খ্রিঃ তারিখে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার পরিকল্পনা বিভাগ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এর চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার হিসেবে যোগদান করেন। তিনি বিসিএস অডিট এন্ড একাউন্টস্ ক্যাডারের ৩০ তম ব্যাচের একজন কর্মকর্তা। এর পূর্বে তিনি চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এ চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার হিসেবে এবং স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তর ও রেলওয়ে অডিট অধিদপ্তর (আঞ্চলিক কার্যালয় চট্টগ্রাম) কার্যালয়ে উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। জনাব শামীম আহমদ উজ্জ্বল তাঁর চাকুরী জীবনে সরকারি অডিট কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণের জন্য শ্রীলংকা, ভারত ও কাতার ভ্রমন করেন। জনাব শামীম আহমদ উজ্জ্বল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী ভাষা ও সাহিত্যে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেন। পরিশ্রমী ও মেধাবী এই কর্মকর্তা ১৯৮৩ সালে হবিগঞ্জ জেলার বাহুবল উপলজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি জনাব জেসমিন আক্তার এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং দুই কন্যা সন্তানের জনক।